মাহফিজুল ইসলাম আককাজ : মহান মে দিবস-২০১৮ উদ্যাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জেলা শ্রমিক লীগের কার্যালয়ে জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ছাইফুল করিম সাবু’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এম. এ খালেক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ সরদার, সহ-সভাপতি বিকাশ চন্দ্র দাস, শেখ লিয়াকত আলী, শেখ রেজাউল করিম, মীর মনিরুজ্জামান, নাজমুল হোসেন, শহিদুল ইসলাম কালু, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাঙ্গীর হোসেন শাহীন, সাংগঠনিক সম্পাদক মো. জোহর আলী, সহ-সাধারণ সম্পাদক মো. গাউস আলী, সাংগঠনিক সম্পাদক অলিউর রহমান মুকুল, আব্দুস সালাম বাচ্চু, আব্দুল কাদের কাদু, আইন বিষয়ক সম্পাদক জাহিদুর হোসেন খান, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক আব্দুল জব্বার, কলারোয়া উপজেলার শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, শ্যামনগর উপজেলা শ্রমিক লীগের স.ম কামরুল হায়দার, আশাশুনি উপজেলা শ্রমিক লীগের রবিউল ইসলাম, পাটকেলঘাটা শ্রমিক লীগের শহিদুল ইসলাম, মিলন হোসেন প্রমুখ। এসময় জেলা শ্রমিক লীগের বিভিন্ন বেসিক ইউনিয়ন ও জাতীয় ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মহান মে দিবস-২০১৮ উদ্যাপনের লক্ষ্যে প্রস্তুতি সভায় যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে ব্যাপক কর্মসুচি গ্রহণ করা হয়। কর্মসুচির মধ্যে রয়েছে ঐ দিন সকাল ৮ টায় জাতীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পার্ঘ্য অর্পণ, সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে সকাল ৯ টায় র্যালি ও আলোচনা সভা।
মহান মে দিবস উদ্যাপন উপলক্ষে জেলা শ্রমিক লীগের প্রস্তুতি সভা
পূর্ববর্তী পোস্ট