নিজস্ব প্রতিবেদক: মাদক, ইভটিজিং, বাল্যবিবাহকে লাল কার্ড এবং সত্যবাদিতা, মানবতা ও দেশ প্রেমকে সবুজ কার্ড প্রদর্শন করে শিক্ষার্থীদের শপথ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা আব্দুল করিম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে আব্দুল করিম বালিকা মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি শেখ নুরুল হকের সভাপতিত্বে শিক্ষার্থীদের শপথ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান। এসময় তিনি বলেন, ‘মেয়েরা যদি প্রতিজ্ঞা করে স্লোগান দেয় যে তারা কোন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে বিয়ে করবে না বলে তাহলে দ্রুত মাদক সমাজ থেকে হারিয়ে যাবে। রুটিন মাফিক না চললে যেমন জীবন চলেনা তেমনি টার্গেট না নিয়ে এগিয়ে গেলে সফলকাম হওয়া যাবেনা। তাই নিজেরা সচেতন হতে হবে। অন্যদের সচেতন করতে হবে এবং প্রতিরোধ আন্দোলন গড়ে তুলতে হবে।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বিশ^াস সুদেব কুমার, অতিরিক্ত পুলিশ সুপার মেরিনা আক্তার, সদর থানার অফিসার ইনচার্জ মারুফ আহম্মদ, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যাণার্জী, আব্দুল করিম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন খান লিপি, ৭১ টিভি চ্যানেলের জেলা প্রতিনিধি বরুণ ব্যাণার্জী, সাতক্ষীরা নবারুণ বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আমিনুর রহমান উল্লাস, আব্দুল করিম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আল-আমিন প্রমুখ। এসময় আব্দুল করিম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে বিভিন্ন প্রশ্ন করেন অতিথিবৃন্দের কাছে। অনুষ্ঠানে ছেলেদের ২১ ও মেয়েদের ১৮ বছর পূর্বে বিবাহ বন্ধনে না হতে, শিক্ষার্থীদের সকল প্রকার মাদক সেবন না করার ও সব সময় সত্য কথা বলার শপথ পাঠ করান প্রধান অতিথি সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান এবং শিক্ষার্থীদের হাতে রুটিন কার্ড তুলে দেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল।