ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনে ভালোমন্দ দুটো দিকই রয়েছে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ছাত্রলীগের নেতৃত্ব নির্বাচনে সমাঝোতার চেষ্টা করা হবে। সমঝোতায় নেতৃত্ব নির্বাচিত হলে, তা প্রেসরিলিজ দিয়েই হবে। আর না হলে ভোট হবে। তবে যদি দেখা যায়, ভোটের মধ্যে উল্টাপাল্টা আসে, সেটা নিশ্চয়ই গ্রহণযোগ্য হবে না।
সৌদি আরব, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া সফর শেষে এ বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী। বুধবার (২ মে) বিকাল চারটায় গণভবনে এ সংবাদ সম্মেলন শুরু হয়। সংবাদ সম্মেলনে গাজী টিভির সিনিয়র রিপোর্টার সাজু রহমান প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেন— ‘ছাত্রলীগের কমিটি কি ভোটের মাধ্যমে হবে, নাকি কমিটি গঠন করে প্রেস রিলিজের মাধ্যমে দেওয়া হবে?’
ছাত্রলীগের নেতৃত্ব নির্বাচনে তার দল সর্ব প্রথম স্বচ্ছ ব্যালট বাক্সে ভোটের পদ্ধতি চালু করেছিল মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, ‘ছাত্রলীগের কনফারেন্স যেভাবে হওয়ার হবে। ইতোমধ্যে কে কে প্রার্থী হবেন, তার জন্য ফরম ছাড়া হয়েছে। আমাদের একটি নিয়ম আছে। এরপর সবাইকে নিয়ে বসা হয়। সমঝোতার চেষ্টা করা হয়। যদি সমঝোতা না হয় তাহলে ভোট হয়। যদি সমঝোতা করে নেওয়া যায়, তাহলে প্রেস রিলিজ দিয়েই হবে। আর যদি না হয় তাহলে ভোট হবে। ছাত্রলীগে ইয়ং ছেলেপুলে, তাদের মধ্যে অন্যরকম উদ্দীপনা থাকে। আবার ভোটের কিছু ভালো আছে, আবার মন্দও আছে। এটাও দেখতে হবে।’
ছাত্রলীগে মেধাবী নেতৃত্ব প্রত্যাশা করে শেখ হাসিনা বলেন, ‘আমরা চাই উপযুক্ত নেতৃত্ব এবং ছাত্র, যাদের একটি বয়সসীমার বাধা আছে। এই বয়সসীমার মধ্যে সত্যিকার যে ছাত্র ও মেধাবী, তারা যেন নেতৃত্বে আসে সেটাই আমরা চাই। সেদিকে লক্ষ্য রেখেই আমরা কাজ করবো। যদি দেখা যায় যে, ভোটের মধ্যে উল্টাপাল্টা আসে,সেটা নিশ্চয়ই গ্রহণযোগ্য হবে না। এটা নিশ্চয়ই মাথায় রাখতে হবে।’
প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও সিনিয়র রিপোর্টার এবং আওয়ামী লীগ নেতারা অংশ নেন।