ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার একটি কারাগারে কয়েদি ও পুলিশের মধ্যে দাঙ্গার ঘটনা ঘটেছে। এতে ১০ পুলিশ অফিসার নিহত হয়েছেন বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম ডেইলি টেলিগ্রাফ।
আর এ ঘটনার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস) এর পূর্ব-এশিয়া শাখা। আইএস ওই দাঙ্গার ঘটনার কিছু ছবি ও জেলখানা থেকে ছিনিয়ে নেওয়া কিছু অস্ত্রের ছবি সোশ্যাল মিডিয়া প্রকাশ করেছে।
এদিকে ইন্দোনেশিয়ান গণমাধ্যম জাকার্তা পোস্ট জানায়, জাকার্তার ওই কারাগারে বেশ কয়েকজন আইএস সদস্য বন্দী ছিল। সেখানে কয়েদিদের সঙ্গে দাঙ্গায় পুলিশের ইন্টিলিজেন্স শাখার কয়েকজন সদস্য গুরুতর আহত হয়েছেন।
তবে স্থানীয় পুলিশ আইএসের সঙ্গে সংঘর্ষের কথা এখনো স্বীকার করেনি। এবং হতাহতের সংখ্যাও নিশ্চিত করেনি। তারা বলছে জাকার্তার ওই কারাগারে কয়েদিদের সঙ্গে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বেশ কয়েকজন পুলিশ অফিসার গুরুতর আহত হয়েছেন।
সূত্র: জাকার্তা পোস্ট ও দ্য টেলিগ্রাফ।