চমকের যেন শেষ নেই! একের পর এক ঝুলি থেকে বের হচ্ছে খবর, যা দেখে চোখ ছানাবড়া সবার। আংটিবদল, বাওয়ালি রাজবাড়িতে বিয়ের অনুষ্ঠানের পর এবার রুপার আসবাব।
তবে শুধু জামাই বা মেয়ে নয়, শুক্রবার দুপুরে বজবজ রাজবাড়িতে রুপার থালা, বাটি, চামম, গ্লাসেই খাবার খেলেন বিয়ের আমন্ত্রিত অতিথিরা।
রাজ-শুভশ্রীর বিয়েতে আমন্ত্রিতদের জন্য রুপার কুকারি সেটের ব্যবস্থা করেছেন অভিনেত্রীর বাবা দেবপ্রসাদ বাবু।
কলকাতার নামী রেস্তোরাঁ ‘স্কি বালিগঞ্জ প্লেস’ থেকে আনা হয় দুপুরের সব খাবার। দুপুরের মেনুতে ছিল- সাদা ভাত, শাকভাজা, চিংড়ি বাটা, শুক্তো, আম-আদা মুগডাল, নারকেল পোস্ত বড়া, মৌরলা মাছের পেঁয়াজি, ভেজ কাটলেট, ভেটকি পাতুড়ি, ছানার কালিয়া, কাঁচালঙ্কা-ধনেপাতার মুরগি, ধোকার ডালনা, খেঁজুর আমসত্তের চাটনি, সাবুর পাঁপড়, তোতাপুলী, দই এবং পান।
ইতিমধ্যে হয়ে গিয়েছে রাজ-শুভশ্রীর গায়ে হলুদের পর্ব। রাত ১১টা রয়েছে বিয়ের লগ্ন। টলিগঞ্জের হাইপ্রোফাইল অভিনেতা-অভিনেত্রী থেকে উঁচুদরের মন্ত্রী-সাংসদ এই বিয়ের নিমন্ত্রিতদের লিস্ট বিশাল।