আন্তর্জাতিক ডেস্ক: ভারতের অন্ধ্রপ্রদেশের গোদাবরী নদীতে একটি নৌকা ডুবে গিয়ে ৪০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ওই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, মঙ্গলার বিকেলে নৌকায় করে প্রায় ৫০ জন যাত্রী কন্দমোদালু থেকে রাজামুন্দ্র্যতে ফিরছিলেন। দেবীপটন ব্লকের মন্টুর গ্রাম থেকে একটু দূরে প্রবল বাতাসে নৌকাটি উল্টে যায়।
স্থানীয় এক ব্যক্তি জানান, ১০ জন যাত্রী সাতরিয়ে নদীর তীরে চলে আসেন। ধারণা করা হচ্ছে, বাকি যাত্রীরা ডুবে মারা গেছে।
যাত্রীদের কয়েকজন জানান, নৌকাটিতে মোট ৫৫ জন যাত্রী ছিল। এদের বেশিরভাগই উপজাতি। প্রবল বাতাসে নৌকা চালাতে নিষেধ করলেও যাত্রীদের কথা শোনেনি চালক।
এদিকে, নৌকাডুবির ঘটনার পর এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, অন্ধ্রপ্রদেশে নদীতে নৌকো উলটে যাওয়ার ঘটনা দুঃখজনক। দুর্ঘটনাগ্রস্তদের পরিবারের সদস্যদের জন্য সমবেদনা রইল।