ন্যাশনাল ডেস্ক: রাশিয়া বিশ্বকাপের পর্দা উঠবে আগামী ১৪ জুন। তার প্রায় এক মাস আগে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার বলেছেন, ‘এই বিশ্বকাপটা আমার হতেই হবে।’
রাশিয়া বিশ্বকাপের আগে পায়ের চোট পেয়ে বর্তমানে পুনর্বাসনে রয়েছেন। তবে পিএসজি তারকাকে ঘিরেই যে ব্রাজিলের বিশ্বকাপ জয়ের রণকৌশল ঠিক করা হয়েছে তাতে কোনো সন্দেহ নেই। এবং দলের জয়ের ব্যাপারে দারুণ আত্মবিশ্বাসী তিনি।
ফেসবুকে এক সাক্ষাৎকারে নেইমার বলেন, ‘বিশ্বকাপ হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় আসর। আমি এখানে খেলতে চাই ও চ্যাম্পিয়ন হতে চাই। এই বিশ্বকাপটা আমার হতে হবে।’
রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল অবশ্য ২০০২ সালের পর কোনো শিরোপা জেতেনি। কিন্তু ১৪ জুন থেকে শুরু হওয়া বিশ্বযজ্ঞে সেলেকাওদের হয়ে উদযাপন করতে চান নেইমার। তিনি বলেন, ইতোমধ্যে আমি অনুশীলন শুরু করে দিয়েছি। আমি ভালো এবং স্বাচ্ছন্দ্য অনুভব করছি। অবশ্যই আমার মধ্যে কিছু ভয় ছিল। কিন্তু আমি ধীরে ধীরে ফিরে আসছি।
বিশ্বকাপে গ্রুপ ‘ই’তে রয়েছে ব্রাজিল। যেখানে সুইজারল্যান্ডের বিপক্ষে আগামী ১৭ জুন প্রথম ম্যাচ খেলবে তিতের শিষ্যরা। গ্রুপের বাকি দুই দল হলো কোস্টারিকা ও সার্বিয়া।