ন্যাশনাল ডেস্ক: ভেজাল দুধ উৎপাদন ও বিক্রির দায়ে আফতাব মিল্কের উৎপাদন ও বাজারজাতকরণ বন্ধের নির্দেশ দিয়েছে বিএসটিআই। রাজধানীর সেগুনবাগিচায় প্রতিষ্ঠানটির সেলস সেন্টারে অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানাসহ এই নির্দেশ দেয়া হয়।এসময় কয়েক লিটার দুধ নষ্ট করা হয়।
বিএসটিআই জানায়, আফতাব মিল্কে ভেজালের দায়ে বছর খানেক আগে তাদের লাইসেন্স বাতিল করা হয়। তবে, মানের উন্নয়ন না করে, পুনরায় বিনা অনুমতিতে বাজারজাত শুরু করে আফতাব গ্রুপ কর্তৃপক্ষ। যা এখান থেকে পৌঁছে যায় রাজধানীর বিভিন্ন ডিলার ও খুচরা দোকানে।
তবে, এ বিষয়ে আফতাব গ্রুপের উর্ধ্বতন কোনো কর্মকর্তার বক্তব্য মেলেনি। এদিকে রাজধানীর ভাটারায় অনুমোদনহীনভাবে জারের পানি বাজারজাতের অভিযোগে একটি কারখানার মালিককে দেড় লাখ টাকা জরিমানা করেছে পুলিশের ভ্রাম্যমাণ আদালত।