কে.এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো: দেবহাটায় পুলিশের পৃথক পৃথক অভিযানে ৩৫ পিচ ইয়াবা সহ ৩ জন আসামী আটক হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে দেবহাটা থানায় পৃথক ২ টি মামলা দায়ের করেছে। আটককৃতদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। পুলিশ জানায়, বৃহষ্পতিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানার ওসি কাজী কামাল হোসেনের নির্দেশনা মোতাবেক এসআই নিত্য কুমার, এএসআই শামীম হোসেন, এএসআই আমজাদ হোসেন সহ একদল পুলিশ ফোর্স উপজেলার বহেরা এলাকা থেকে সাতক্ষীরার বৌচানা গ্রামের ঘোষাল গাজীর ছেলে এবাদুল গাজী (৪৫) ও দেবহাটার বহেরা গ্রামের মৃত আকতার গাজীর ছেলে মোসলেম গাজী (৫০) ২০ পিচ ইয়াবা সহ আটক করেন। তাদের বিরুদ্ধে এসআই নিত্য কুমার বাদী হয়ে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং- ১৬(৫)১৮। এছাড়া এসআই আব্দুস সামাদ, এএসআই আব্দুল গনি আকাশ ও এএসআই কায়সারুল ইসলাম অপর এক অভিযানে দেবহাটা উপজেলা রামনাথপুর গ্রামের তারক চন্দ্র ঘোষের ছেলে মিলন চন্দ্র ঘেঅষ (২৭) কে ১৫ পিচ ইয়াবা সহ আটক করেন। তার বিরুদ্ধে এসআই আব্দুস সামাদ বাদী হয়ে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং- ১৭(৫)১৮। আটককৃত আসামীদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

