নিজস্ব প্রতিবেদক: তালা উপজেলার বিভিন্নস্থানে অটো রিক্সা, টেম্পু, মিশুক, বেবী ট্যাক্সি ও ট্যাক্সিকার মালিক সমিতির সদস্যদের মারপিট, হয়রানী, নির্যাতন, হত্যার হুমকি ও চাঁদাবাজিসহ সেখানে গাড়ি ঢুকতে না দেয়ার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। সোমবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। সাতক্ষীরা জেলা অটো রিক্সা মালিক সমিতির সভাপতি মাছুম বিল্লাহ এর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, জেলা অটো রিক্সা মালিক সমিতির সহ-সভাপতি আক্তারুজ্জামান, সাধারণ সম্পাদক গাউস আলী সরদার, অটো রিক্সা সমবায় সমিতির সাধারণ সম্পাদক জোহর আলী, জাহিদ হোসেন প্রমুখ। মানববন্ধন কর্মসূচীতে বক্তারা, অটো রিক্সা মালিক সমিতির সদস্যদের মারপিট, হয়রানী, নির্যাতন, হত্যার হুমকি ও চাঁদাবাজির তীব্র প্রতিবাদ জানান এবং এর সাথে যারাই জড়িত থাকুক তাদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবী জানান। একইসাথে তারা পাটকেলঘাটা অটোরিক্সা, অটোটেম্পু মালিক সমিতির রেজিষ্ট্রেশন খুলনা-২১৯৯ বাতিলেরও দাবী জানান।