স্পোর্টস ডেস্ক:যুগে যুগে অনেক সুদর্শন ক্রিকেটারই মাতিয়ে গেছেন ২২ গজের পিচ। তাদের থেকে বেছে নেয়া হয়েছে সর্বকালের সেরা একাদশ।
বিজ্ঞাপনের জগতেও তাই সুদর্শন ক্রিকেটারদের আজকাল খুব কদর। শুধু মাত্র মাঠের পারফরম্যান্স দিয়ে একজন ক্রিকেটারের জনপ্রিয়তা বিচার করা হয়নি। ‘আকর্ষণীয়’ চেহারাও এখন জনপ্রিয়তার অন্যতম বড় মানদন্ড।
এতে যেসব সুদর্শন ক্রিকেটাররা ঠাঁই পেয়েছেন তারা হলেন বিরাট কোহলি, শহীদ আফ্রিদি, অ্যালিস্টার কুক, আহমেদ শেহজাদ, মাইকেল ক্লার্ক, কেভিন পিটারসন, ইমরান খান, ব্রেট লি, জেমস অ্যান্ডারসন, ডেভিড গাওয়ার, শেন বন্ড।