নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পরীবাগে রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক এমপির বেয়াই আব্দুস সালাম (৭০) এর মৃত্যু হয়েছে(ইন্নালিল্লাহে…………..রাজেউন)। সোমবার (৪ জুন) রাত পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় তার সঙ্গে ছিলেন বন্ধু এমদাদুল হক। তারা দুই বন্ধু মিলে পরিবাগ টিএনটি অফিসের সামনের রাস্তা দিয়ে সড়ক পার হওয়ার সময় শাহবাগগামী ৮ নম্বর বাসের ধাক্কায় গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রাত সাড়ে ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করা হয়। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. আলাউদ্দিন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতের মাথায় আঘাত ছিল। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে মৃত্যু হয়েছে।
নিহত আবদুস সালাম সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ. ফ. ম. রুহুল হক এমপির কন্যার শ্বশুর। তিনি সরকারি কর্মকর্তা ছিলেন। খবর শুনে হাসপাতালে ছুটে আসেন আ. ফ. ম. রুহুল হক এমপিসহ স্বজনরা।
রমনা থানার এসআই মো. আমিনুল ইসলাম জানান, ঘাতক বাস ও চালককে আটক করা হয়েছে।
নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আবদুস সালাম মোহাম্মদপুরের লালমাটিয়ার বাসায় থাকতেন।