আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন অবরোধের জবাবে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে একটি বিলে স্বাক্ষর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
এ আইনের ক্ষমতাবলে রুশ কর্তৃপক্ষ যেকোন বিদেশী রাষ্ট্রের সঙ্গে আন্তর্জাতিক সহযোগিতা ছিন্ন করতে পারবে। একই সঙ্গে আমদানি এবং রপ্তানিতেও নিয়ন্ত্রণ আরোপ করতে পারবে রুশ কর্তৃপক্ষ।
রাশিয়ার বিরুদ্ধে অবরোধ আরোপ করেছে, এমন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ আইন প্রয়োগ করা হবে বলে জানিয়েছে ক্রেমলিন।
সাম্প্রতিক সময়ে রাশিয়ার বিরুদ্ধে বেশ কয়েকটি অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র। এর পরিপ্রেক্ষিতে দেশ দুটির মধ্যে উত্তেজনা বাড়তে থাকে।