নিজস্ব প্রতিবেদক:
যাত্রীবাহি বাসের ধাক্কায় এক স্বাস্থ্য কর্মীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৯টার দিকে সাতক্ষীরা যশোর সড়কের লাবসা মাইচম্পার দরগার পাশে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে। নিহতের নাম তুহিন হোসেন (৪১)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার বাঁশঘাটা গ্রামের আব্দুর রউফের ছেলে ও সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্মী। সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্মী লাবসা গ্রামের এমদাদ হোসেন জানান, ১৫ বছরেরও বেশি সময় ধরে তুহিন তার সহকর্মী হিসেবে জরুরী বিভাগে কাজ করে যাচ্ছিলেন। বুধবার সকালে তিনি অফিসের উদ্দেশ্যে মোটর সাইকেলে বাড়ি থেকে বের হন। সকাল ৯টার দিকে লাবসা মাইচম্পার দরগা নামক স্থানের পাশে আব্দুস সবুবের বাড়ির সামনে মোড় ঘোরার সময় বিপরীত দিক থেকে আসা যশোরগামি যাত্রীবাহি বাস(সাতক্ষীরা-জ-০৪-০০২৫) তার মোটর সাইকেলে ধাক্কা মারে। এতে তিনি মোটর সাইকেল থেকে পড়ে যয়ে মাথায় আঘাত পান। অধিক রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ হোসেন মোল্লা জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়রা তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে।
পূর্ববর্তী পোস্ট