খেলার খবর: বিশ্বকাপের আটটি গ্রুপ ঠিক হওয়ার পর বরাবরের মতোই জোর আলোচনা হয়েছে সবচেয়ে কঠিন গ্রুপ কোনটি তা নিয়ে। রাশিয়া বিশ্বকাপের আগে ফিফার সর্বশেষ র্যাঙ্কিং বের হওয়ার পর আরেক দফা আলোচনায় এল গ্রুপিং। দলগুলোর র্যাঙ্কিং অনুযায়ী সবচেয়ে কঠিন ব্রাজিলের ‘ই’ গ্রুপ।
‘ই’ গ্রুপের অন্য তিন দল সুইজারল্যান্ড, কোস্টা রিকা ও সার্বিয়া। এই গ্রুপের গড় র্যাঙ্কিং ১৬ দশমিক ২৫।
অন্যদিকে ৪৯ গড় নিয়ে স্বাগতিকদের ‘এ’ গ্রুপ র্যাঙ্কিংয়ের দিক থেকে সবচেয়ে সহজ।
গত সাত জুন প্রকাশিত হয় ফিফার সর্বশেষ র্যাঙ্কিং।
‘এ’ গ্রুপ
গড় র্যাঙ্কিং: ৪৯
উরুগুয়ে (১৪)
মিশর (৪৫)
সৌদি আরব (৬৭)
রাশিয়া (৭০)
‘বি’ গ্রুপ
গড় র্যাঙ্কিং: ২৩
পর্তুগাল (৪)
স্পেন (১০)
ইরান (৩৭)
মরক্কো (৪১)
‘সি’ গ্রুপ
গড় র্যাঙ্কিং: ১৬ দশমিক ৫০
ফ্রান্স (৭)
পেরু (১১)
ডেনমার্ক (১২)
অস্ট্রেলিয়া (৩৬)
‘ডি’ গ্রুপ
গড় র্যাঙ্কিং: ২৩ দশমিক ৭৫
আর্জেন্টিনা (৫)
ক্রোয়েশিয়া (২০)
আইসল্যান্ড (২২)
নাইজেরিয়া (৪৮)
‘ই’ গ্রুপ
গড় র্যাঙ্কিং-১৬ দশমিক ২৫
ব্রাজিল (২)
সুইজারল্যান্ড (৬)
কোস্টা রিকা (২৩)
সার্বিয়া (৩৪)
‘এফ’ গ্রুপ
গড় র্যাঙ্কিং: ২৪ দশমিক ২৫
জার্মানি (১)
মেক্সিকো (১৫)
সুইডেন (২৪)
দক্ষিণ কোরিয়া (৫৭)
‘জি’ গ্রুপ
গড় র্যাঙ্কিং: ২২ দশমিক ৭৫
বেলজিয়াম (৩)
ইংল্যান্ড (১২)
তিউনিশিয়া (২১)
পানামা (৫৫)
‘এইচ’ গ্রুপ
গড় র্যাঙ্কিং: ২৮
পোল্যান্ড (৮)
কলম্বিয়া (১৬)
সেনেগাল (২৭)
জাপান (৬১)