আরাফাত আলী: কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের আমিয়ান গ্রামে খাদ্যদ্রব্যের সাথে চেতনানাশক মিশিয়ে ও স্প্রে করে একই পরিবারের ৫ জনকে অজ্ঞান করে দুর্ধর্ষ চুরি করেছে দুর্বৃত্তরা ।ঘটনাটি ঘটেছে গত রবিবার দিবাগত রাতে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আমিয়ান গ্রামের সুদাম ঘোষের ছেলে ডাক্তার মিলন কুমার ঘোষ (৪৮) জানান, রবিবার রাত ১০ টার দিকে তিনি, তার ছেলে মনিষ ঘোষ (১৩) ও তার বাবা সুদাম ঘোষ (৮৬) রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যান। একাদশী ব্রত পালন করার কারণে তার মা উষা রাণী ঘোষ (৭৫) ও স্ত্রী মালঞ্চী ঘোষ (৪০) খাবার না খেয়ে ঘুমিয়ে যান। এক পর্যায়ে সোমবার সকাল সাড়ে ৫ টার দিকে মালঞ্চী ঘোষ ঘুম থেকে উঠে ঘরের আলমারি ভাঙা ও জিনিসপত্র তছনছ অবস্থায় দেখতে পান। এসময় পরিবারের অন্য সদস্যদের অজ্ঞান অবস্থায় দেখতে পেয়ে প্রতিবেশীদের সহায়তায় তাদের দ্রুত কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। মালঞ্চী ঘোষ জানান, খাবারের সাথে চেতনানাশক ও স্প্রে ব্যবহার করায় অজ্ঞান হয়ে যান পরিবারের সদস্যরা। সেই সুযোগে দুর্বৃত্তরা তার শয়নকক্ষের স্টীলের আলমারি ভেঙে ১১ ভরি স্বর্ণালংকার, ২ টি এন্ড্রয়েডসহ ৪ টি মোবাইল, ৪০ হাজার টাকা ও প্রয়োজনীয় কিছু কাগজপত্র নিয়ে গেছে বলে তিনি জানান।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক কামরুল হাসান জানান, চেতনানাশক প্রয়োগের ফলে তারা জ্ঞান হারিয়ে অসুস্থ হয়ে পড়েছে। তবে তারা এখন শংকামুক্ত।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এখনও থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। করে নগদ টাকাসহ ৬ লক্ষাধিক টাকার মালপত্র চুরি থাকার কারণে অল্পক্ষণের মধ্যে তারা জ্ঞান হারিয়ে ফেলেন। খেলেও চেতনানাশক ।