খেলার খবর: ভারতের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট যাত্রা শুরু করেছে আফগানিস্তান। আইসিসির টেস্ট র্যাংকিংয়ের নাম্বার ওয়ান দলের বিপক্ষেই আজ সাদা পোশাকের ক্রিকেটে অভিষেক হয়েছে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের। গত বছর টেস্ট মর্যাদা পাওয়া আফগানদের ঐতিহাসিক ম্যাচ খেলতে আমন্ত্রণ জানায় ভারত।
ক্রিকেটে পা রাখার পর থেকেই ধীরে ধীরে উন্নতি করেছে আফগানিস্তান। বিশেষ করে সীমিত ওভারের ক্রিকেটে রশিদ খানদের উন্নতি নজর কাড়ার মতো। সম্প্রতি টেস্ট খেলুড়ে দল বাংলাদেশকে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে পরাজিত করেছে আফগানিস্তান।
ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে আফগানদের উন্নতি চোখে পড়ার মতো হলেও টেস্টের আভিজাত্যের ফরম্যাটে তাদের পথচলা কতটা সহজ হবে তা সময়ই বলে দেবে। যদিও আফগানিস্তানের ঐতিহাসিক টেস্টে দ্বিতীয় সারির দল নিয়ে খেলতে নামছে ভারত। তার পরও নবাগত আফগানিস্তানের সামনে ফেভারিট ভারতই।
এই রিপোর্ট লেখা পর্যন্ত টস জিতে ব্যাটিংয়ে নেমে ভারত ১ উইকেট হারিয়ে ২৬৪ রান করে। ৯৯ রান নিয়ে ব্যাট করছেন মুরালি বিজয় অপর প্রান্তে ৪৪ রান নিয়ে আছেন লোকেশ রাহুল।
আউট হয়েছেন শেখর ধাওয়ান। তিনি করেছেন ১০৭ রান।