খেলার খবর: বাছাইপর্বে খারাপ খেলায় বিশ্বকাপে আর্জেন্টিনার অংশগ্রহণের বিষয়টিই অনিশ্চয়তার মুখে পড়তে বসেছিল। লিওনেল মেসির হ্যাটট্রিকে শেষ পর্যন্ত রাশিয়া বিশ্বকাপের বিমানে চড়ার সুযোগ হয় আর্জেন্টাইনদের। কিন্তু বিশ্বকাপের প্রথম ম্যাচের ৬৩ মিনিটের মাথায় পেনাল্টি মিস করায় সেই মেসিকেই নিয়েই চলছে তীব্র সমালোচনা। বিষয়টা ব্যথিত করেছে মেসির মাকেও।
আজ বৃহস্পতিবার ক্রোয়েশিয়ার বিরুদ্ধে মাঠে নামবে আর্জেন্টিনা। শনিবার প্রথম ম্যাচ আইসল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র হওয়ায় এ ম্যাচটি অবশ্যই জিততে হবে।
আর্জেন্টিনার টেলিভিশন চ্যানেল এল ট্রেসের একটি শোতে মেসির মা সেলিয়া মারিয়া কুচ্চিত্তিনি বলেন, মেসির লক্ষ্যই বিশ্বকাপ ঘরে নিয়ে আসা। এটা তার সবচেয়ে বড় স্বপ্ন। খুব কঠিনভাবে সমালোচনার শিকার হচ্ছে, যা কখনো কাম্য নয়। আইসল্যান্ডের সঙ্গে খেলা শেষে সবাই মেসিকে কাঁদতে দেখেছে। যখন কেউ বলে মেসি জাতীয় দলের হয়ে দায়িত্ব নিয়ে খেলতে পারে না, তখন মা হিসেবে আমি অনেক কষ্ট পাই। বিশ্বকাপটাকে নিজের করে নিতে মেসি অন্য যে কারও চেয়ে সবটুকু উজাড় করেই খেলবে।