খেলার খবর: রাশিয়া বিশ্বকাপে পেরুর বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে ফ্রান্স। পিএসজি তারকা কিলিয়ান এমবাপ্পের গোলে ম্যাচের ৩৪ মিনিটে এগিয়ে যায় ফরাসিরা। এটি বিশ্বকাপে কিলিয়ান এমবাপ্পের প্রথম গোল। অার এ গোলের সুবাদেই শেষ ষোল নিশ্চিত করেছে ফ্রান্স। দুই ম্যাচ শেষে ফ্রান্সের পয়েন্ট ৬।
এর আগে ইয়েকাতেরিনবার্গে বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচটি শুরু হয় রাত ৯টায়। প্রথমার্ধের ৩০ মিনিট পর্যন্ত ফ্রান্সের সঙ্গে সমানে সমান লড়ে গেছে পেরু। বল দখলে দুই দলই ৫০-৫০ ছিল। এর মধ্যে ফ্রান্স ৪ বার আক্রমণ করে আর পেরু ২ বার। তবে ফ্রান্সের মাতুইদি হলুদ কার্ড দেখেছেন। কিন্তু বিরতির আগে এমবাপ্পের গোলে এগিয়ে থেকেই মাঠ ছাড়ে ফরাসিরা।
দ্বিতীয়ার্ধে এসে আক্রমণের ধার বাড়ায় পেরু। গোলের জন্য মরিয়া হয়ে উঠে লাতিন দেশটি। ৭বার ফ্রান্সের গোল মুখে আক্রমণ করে পেরু। আর ফ্রান্স ৫ বার। তবে ফ্রান্সের রক্ষণভাগে ছিঁড় ধরাতে পারেনি তারা। ফলে ১-০ গোলের হার নিয়েই মাঠ ছাড়ে পেরু। আর এ জয়ে ৬ পয়েন্ট নিয়ে সি গ্রুপে শীর্ষ স্থানে রয়েছে ফ্রান্স।