খেলার খবর: রাশিয়া বিশ্বকাপের দ্বিতীয় খেলায় কোস্টারিকার বিপক্ষে ২-০ গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে ব্রাজিল। এ জয়ে আনন্দে ভাসছে ব্রাজিল ভক্তরা। মাঠে যেমন উল্লাস করেছে, তেমনি টিভিতে খেলা দেখেও বেশ উচ্ছাসিত নেইমার ভক্তরা।
খেলার শুরু থেকেই খুব ছন্দে খেলছে নেইমাররা। মাঠে বেশ দাপটের সঙ্গে খেলছেন। বেশ কয়েকবার গোল করার সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি ব্রাজিল। শেষ পর্যন্ত বিরতিতে যাওয়ার আগে গোল করতে পারেনি ব্রাজিল। খালি হাতে বিরতিতে গেছেন কোস্টারিকাও।
তবে বিরতি থেকে ফিরে ১০ মিনিটের মধ্যে চারবার গোল করার খুব সহজ সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি ব্রাজিল খেলোয়াররা। তবে খেলার অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে কৌতিনহো গোল করে দলকে জয় এনে দেন। এরপর অতিরিক্ত সময়ের শেষ মিনিটে নেইমারের গোলে আরও এগিয়ে যায় ব্রাজিল। শেয় পর্যন্ত ২-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।
এদিকে রাশিয়া বিশ্বকাপের প্রথম খেলায় আর্জেন্টিনা ও ব্রাজিল যথাক্রমে আইসল্যান্ড ও সুইজারল্যান্ডের সাথে ড্র করে মাঠ ছাড়ে। গতকাল আর্জেন্টিনা তাদের দ্বিতীয় খেলার প্রথমার্থে ক্রোয়েশিয়ার সাথে গোল শূণ্য মাঠ ছাড়ে। গোল করতে পারে নি ক্রোয়েশিয়াও। তবে খেলার দ্বিতীয়ার্ধে ক্রোয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। আজ ব্রাজিলও হাটছে সেই আর্জেন্টিনার পথে খেলার প্রথমার্ধে গোল করতে পারেনি ব্রাজিল। এদিকে কোস্টারিকাও গোল শূন্য বিরতিতে যান। তবে শেষ পর্যন্ত জয় পায় ব্রাজিল। আর্জেন্টিনার মতো দেশ ও ভক্তদের হতাশ করেনি ব্রাজিল।
এদিকে আজকের ম্যাচ কোস্টারিকার জন্যও গুরুত্বপূর্ণ। তারা প্রথম ম্যচে হেরেছে। তবে খেলার শুরু থেই বেশ রক্ষনাত্মকভাবে খেলছে কোস্টারিকা। ডিসফেন্স বেশ ভালো ভাবেই ধরে রাখছে তারা। এই ডিফেন্স’র কারণেই আরও গোল খাওয়া থেকে মুক্তি পায় কোস্টারিকা।
ব্রাজিল একাদশ: অ্যালিসন, থিয়াগো সিলভা, মিরান্দা, মার্সেলো, ফাগনার, কামেমিরো, পাউলিনহো, উইলিয়ান, কৌতিনহো, নেইমার, জেসুস।
কোস্টারিকা একাদশ: নাভাস, দুয়ারতে, গঞ্জালেজ, অ্যাকস্তা, গাম্বোয়া, বোর্গেস, গুজমান, কালভো, রুইজ, ভেনেগাস, উরেনা।