খেলার খবর: বিশ্বকাপে গ্রুপ পর্বে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে অপহৃত হয়েছিলেন নাইজেরীয় অধিনায়ক জন মিকেল ওবির বাবা। তবে তিনি তখন সেই তথ্য কাউকে জানাননি।
২৬ জুন অনুষ্ঠিত হওয়া সেই ম্যাচে নাইজেরিয়া আর্জেন্টিনার কাছে হেরে যায় ২-১ গোলে। ম্যাচটির চার ঘণ্টা আগে বন্দুকের মুখে জন মাইকেল ওবির বাবা ও তার গাড়িচালককে অপহরণ করা হয়। সেই খবর জেনেও খেলতে নামেন জন মিকেল ওবি। সোমবার তার বাবাকে মুক্তি দেয়া হয়।
২০১১ সালেও অপহৃত হয়েছিলেন নাইজেরীয় অধিনায়কের বাবা। দেশের নিরাপত্তাহীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে নাইজেরীয় অধিনায়ক বিবিসিকে বলেন, ‘দ্বিতীয়বারের মতো বাবাকে হারানোর ভয় আমাকে ঝেঁকে ধরেছিল। আজ আমার বাবাকে অপহরণ করা হয়েছে। কিন্তু আগামীকাল হয়তো অন্য কাউকে অপহরণ করা হবে। এটা খুবই ভয়ানক।’