নিজস্ব প্রতিবেদক: ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে জে.এফ.এ অনূঃ ১৪ জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশীপ-২০১৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রোববার বিকালে সাতক্ষীরা স্টেডিয়ামে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে ও জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী জেলা প্রশাসক পতœী মিসেস সেলিনা আফরোজ। এসময় তিনি বলেন, ‘পড়াশুনার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের মেধা ও মনকে বিকশিত করে। বর্তমান সময়ে নারীরাও ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন খেলা ধুলায় সাফল্য অর্জন করে চলেছে। খেলাধুলার মাধ্যমে নারীদের স্পৃহা ও মনোবল বৃদ্ধি পাবে। সাতক্ষীরা জেলা ক্রীড়াঙ্গণে যে সুনাম অর্জন করেছে তা আগামী দিনেও ধরে রাখার আহবান জানান তিনি। এছাড়া পটুয়াখালী ও খুলনা জেলা মহিলা ফুটবল দলকে নিজের জেলার মাঠ মনে করে খেলার আহবান জানান।’ এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন, সাতক্ষীরা পুলিশ সুপার মো. আলতাফ হোসেন, পুলিশ সুপার পতœী মেহের নিগার আক্তার, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আশরাফুজ্জামান আশু, সাধারণ সম্পাদক এ.কে.এম আনিছুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.এফ.এম এহতেশামূল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পতœী শাহনাজ বুলবুল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রঞ্জনা মন্ডল প্রমুখ।
জে.এফ.এ অনূঃ ১৪ জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশীপ-২০১৬ এর উদ্বোধনী খেলায় পটুয়াখালী মহিলা ফুটবল দলকে ৫-০ গোলে হারিয়ে খুলনা জেলা মহিলা ফুটবল দল জয় লাভ করে। খেলায় খুলনা মহিলা ফুটবল দলের ১০ নং জার্সি পরিহীত খেলোয়াড় সিক্তা ২টি গোল, একই দলের ১১ নং জার্সি পরিহিত খেলোয়াড় মন্দিরা ২টি গোল ও ১২ নং জার্সি পরিহিত খেলোয়াড় শাহনাজ দলের পক্ষে ১টি গোল করে। এসময় আরো উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক আব্দুল মোমেন খান চৌধুরী সান্টু, পটুয়াখালী ডি.এফ’র আনিছুল হক মামুন, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইকবাল কবির খান বাপ্পি, ট্রেজারার শেখ মাসুদ আলী, নির্বাহী সদস্য ফারহা দিবা খান সাথিসহ অসংখ্য ক্রীড়ামোদি দর্শক। খেলায় রেফারী ছিলেন মঈন। সহকারি রেফারী ছিলেন রাসেল, রাহেল ও জাহিদ। জে.এফ.এ অনূঃ ১৪ জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশীপ-২০১৬ এর ফাইনাল খেলা আগামী ২৯ নভেম্বর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।