আসাদুজ্জামান: সাতক্ষীরা শহরে গোপন বৈঠক করার সময় জেলা ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম ও ইসলামী ছাত্রী সংস্থার সভানেত্রী সাদিয়া সুলতানাসহ ৩ জনকে আটকের কথা জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় সেখান থেকে বিপুল পরিমাণ জিহাদী বই, লিফলেট, কাফনের কাপড় ও হ্যান্ডবিল উদ্ধার করা হয়।
সোমবার সকালে শহরের মুন্সিপাড়াস্থ জেলা জামায়াতে অফিস সংলগ্ন সানজির আহমেদ নুরের বাসা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, জেলা ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম ও ইসলামী ছাত্রী সংস্থার সভানেত্রী সাদিয়া সুলতানা ও সাদিয়া সুলতানার ভাই একরামুল ইসলাম।
সাতক্ষীরা ডিবি পুলিশের পরিদর্শক তদন্ত শাহরিয়ার হাসান জানান, জেলা ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম ও ইসলামী ছাত্রী সংস্থার সভানেত্রী সাদিয়া সুলতানা গত চার বছর ধরে স্বামী ও স্ত্রী পরিচয়ে মুন্সিপাড়াস্থ সানজির আহমেদের বাসায় ভাড়া নিয়ে বসবাস করে আসছিল। তারা সেখানে থেকে শহরের বিভিন্ন স্থানে জামায়াত-শিবির ও সরকার পতনের কার্যক্রম চালিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় সকালে সেখানে ছাত্র শিবিরের গোপন বৈঠক হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ সেখানে অভিয়ান চালায়। এ সময় সেখান থেকে জেলা ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ও ইসলামী ছাত্রী সংস্থার সভানেত্রী সাদিয়া সুলতানা ও সাদিয়ার ভাই একরামুলকে আটক করা হয়। সেখান থেকে এ সময় জিহাদী বই, লিফলেট, কাফনের কাপড় ও হ্যান্ডবিল উদ্ধার করা হয়।
পূর্ববর্তী পোস্ট