সাতক্ষীরাবাসীসহ সকলকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা। ঈদ মানে আনন্দ, ঘরের দুয়ারে কড়া নাড়ছে ঈদ উৎসব, উচ্ছ্বাস আর আনন্দের ঝলকানি সর্বত্র। মুসলিম সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় এই অনুষ্ঠানের মধ্য দিয়ে ধনী গরীবের ব্যবধান দূরীভূত হয়। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সকলের ঈদ এবং পশু কোরবানির মাধ্যমে দূরীভূত হোক সকলের মনের পশুত্ব। শহর ও গ্রামের মেঠো পথ গুলোতে আগতদের হাটাচলার ধুম। ক্লান্তিহীন যাত্রা আর বিরামহীন পথচলা, নাড়ীর টানে ঘরে ফেরা মানুষগুলোর জন্য কেবল সড়ক ও মহাসড়ক গুলো জনবহুল এবং কর্মচাঞ্চল্যে পূর্ণতা পাচ্ছে তা নয়, নাড়ির টানে ঘরে ফেরা মানুষগুলো পরিবার পরিজনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করবে। তাই সব ধরণের বন্ধুর পথকে অতিক্রম করার জন্য সাতক্ষীরা শহর ও গ্রামকে পুলিশি নিরাপত্তা বেষ্টনীতে আনা হয়েছে। নিরাপত্তা নির্বিঘœ করতে প্রশাসনকে সহায়তা করার জন্য সকলের সহযোগিতা কামনা করছি।
(মোঃ সাজ্জাদুর রহমান)
পুলিশ সুপার
সাতক্ষীরা।