খেলার খবর: ইংল্যান্ড সফরটা দুর্দান্ত কাটছে বিরাট কোহলির। সফরটা শুরুই করেছিলেন দারুণ এক সেঞ্চুরিতে। এজবাস্টনে দ্বিতীয় ইনিংসে ফিফটিও পেয়েছিলেন। লর্ডসে পুরো দলের ব্যর্থতার দায় থেকে শুধু মুক্তি পেয়েছিলেন কোহলিই। সেটা কেন, তা বুঝিয়ে দিয়েছেন ট্রেন্ট ব্রিজে, এবারও এক ফিফটি ও এক সেঞ্চুরিতে ঠিক ২০০ রান করেছেন। সেই সঙ্গে এজবাস্টনে যা পারেননি, সেটাও করে ফেলেছেন কোহলি; দলকে জিতিয়েছেন।
ক্যারিয়ার সেরা রেটিং পয়েন্ট নিয়ে আইসিসির টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করলেন এই ভারতীয় তারকা।
ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে লর্ডসে খুব একটা ভালো পারফরম্যান্স করতে পারেননি বিরাট কোহলি। সেই ম্যাচের ব্যর্থতার জন্য দুইয়ে নেমে গিয়েছিলেন তিনি। কিন্তু তৃতীয় টেস্টে ভালো খেলে শীর্ষ স্থানে উঠলেন তিনি।
ইংলিশদের বিপক্ষে ট্রেন্ট ব্রিজ টেস্টে দুই ইনিংসে কোহলির রান ৯৭ ও ১০৩। আর এমন দারুণ দুটি ইনিংসের পরই আবারও অজি তারকা স্টিভেন স্মিথকে সরিয়ে সেরার স্থান দখল করলেন ভারতীয় অধিনায়ক।
ক্যারিয়ার সেরা ৯৩৭ রেটিং পয়েন্ট অর্জন করলেন কোহলি। ৯২৯ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার স্টিভেন স্মিথ, ৮৪৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠলেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন।

