আর্ন্তজাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের আচেহ প্রদেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। বার্তা সংস্থা এএফপির এক খবরে এ তথ্য জানানো হয়। স্থানীয় সময় বুধবার ভোরে ৬ দশমিক ৫ মাত্রার এই ভূমিকম্প অনুভূত হয়। ধ্বংসস্তূপের ভেতর এখনো বহু মানুষ আটকে আছেন বলে ধারণা করা হচ্ছে। পিদি জায়া জেলার সহকারী প্রধান মুলাদি এএফপিকে বলেন, ‘বিভিন্ন হাসপাতাল থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ২৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে বেশ কয়েকটি শিশু রয়েছে।’দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভোরে তীব্র ঝাঁকুনিতে স্থানীয়দের ঘুম ভাঙে। ভূমিকম্পে বহু ভবন ভেঙে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে ধ্বংসস্তূপ, ভেঙে পড়া বিদ্যুতের খুঁটি ও রাস্তায় ক্ষতিগ্রস্ত মানুষকে জড়ো হতে দেখা যায়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, আচেহ প্রদেশের উত্তর-পূর্ব সীমান্ত থেকে ১৭ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল। মূল কম্পনের পরে অন্তত পাঁচটি পরবর্তী কম্পন অনুভূত হয়েছে। তবে দেশটিতে সুনামি সতর্কতা জারি করা হয়নি।
পূর্ববর্তী পোস্ট