খেলার খবর: আচমকা কোনো বিপর্যয় না হলে ভারতের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ইনিংসে বড় লিডের পথে আছে স্বাগতিক ইংল্যান্ড। সাউদহ্যাম্পটন টেস্টের তৃতীয় দিনের তৃতীয় সেশনে এই রিপোর্ট লেখা পর্যন্ত ৬ উইকেটে ১৭৮ রান তুলেছে জো রুটের দল। তারা এগিয়ে আছে ১৫১ রানে। এই ইনিংসেও যথারীতি দাপট দেখিয়ে যাচ্ছেন ভারতীয় পেসাররা।
শুরুটা মোটেও ভালো হয়নি ইংল্যান্ডের। অভিজ্ঞ অ্যালিস্টার কুক (১২) আবারও ব্যর্থ হয়ে দলীয় ২৪ রানে বুমরাহর শিকার হন। ৯২ রানের মধ্যে ৪ উইকেট পড়ে যায় ইংলিশদের। এই পরিস্থিতিতে একাই দলকে টানছিলেন অধিনায়ক জো রুট। কিন্তু ব্যক্তিগত ৪৮ রানে তিনি দূর্ভাগ্যজনকভাবে রান-আউটের শিকার হন।
অল-রাউন্ডার বেন স্টোকস ৩০ রান করে রবিচন্দ্রন অশ্বিনের শিকার হলে ৬ষ্ঠ উইকেট হারায় ইংল্যান্ড। জেনিংস ৩৬, মঈন আলী ৯, জনি বেয়ারস্টো ০ রানে আউট হয়েছেন। ৩৯ রানে ব্যাট করছেন জস বাটলার। বল হাতে মোহাম্মদ শামি ২টি আর অশ্বিন, বুমরাহ, ইশান্ত শর্মা ১টি করে উইকেট নিয়েছেন।