নিজস্ব প্রতিবেদক:“এসো সবাই ঐক্য গড়ি, সবার অধিকার রক্ষা করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক মাববাধিকার দিবস-২০১৬ উপলক্ষে সাতক্ষীরায় র্যালি, মানববন্ধন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বিশ্ব মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা, সাতক্ষীরা জেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে। দিবসটি উপলক্ষ্যে বেলা ১১ টায় সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের পুরাতন আইনজীবী সমিতি ভবনে অনুষ্ঠিত হয় আলোচনাসভা। আলোচনাসভায় বক্তব্য দেন, বিশ্ব মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা সাতক্ষীরা জেলা শাখার উপদেষ্টা পরমানু বিজ্ঞানি ড. মতিউর রহমান, সংগঠনটির চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শেখ আমজাদ হোসেন, মহাসচিব শফিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মো. হাদিউজ্জামান, যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর আলম ও শিক্ষা বিষয়ক সম্পাদক ইউসুফ আলী প্রমুখ। জেলার অন্যান্য সংগঠন ও আন্তর্জাতিক মাববাধিকার দিবসটি উদযাপন করেছে। বক্তারা এসময়, গোবিন্দগঞ্জের সাওতাল সম্প্রদায়ের সমস্যা সমাধান, মিয়ানমারের গণহত্যা বন্ধ, নির্যাতিত রোহিঙ্গা বাংলাদেশের ভূখন্ডে যারা ঢুকে পড়েছে তাদের আশ্রয় দেওয়াসহ সকল সমস্যা সমাধানের দাবী জানান।