আশাশুনি ব্যুরো: আশাশুনিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট(অনুর্ধ-১৭)-১৮ এর ফাইনাল খেলায় দরগাহপুর ইউনিয়ন ফুটবল একাদশ চ্যাম্পিয়ান হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় দরগাহপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বুধহাটা ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ ও দরগাহপুর ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ পরস্পরের মুখোমুখি হয়। দরগাহপুর ইউনিয়ন পরিষদ একাদশ ১-০ গোলে বুধহাটা ইউনিয়ন পরিষদ একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। দরগাহপুর ইউনিয়ন পরিষদ একাদশের জয় সূচক গোলটি করে আফ্রিদি। খেলায় রেফারির দায়িত্বে ছিলেন নাসির উদ্দিন। সহকারী রেফারী ছিলেন, বাবলুর রহমান, আসাদুল ও ইমরান। ফাইনাল খেলাটি স্বাস্থ্যমন্ত্রী ডাঃ আ ফ ম রুহুল হক এমপি মোবাইল ফোনে বক্তব্যের মাধ্যমে উদ্বোধন ঘোষণা করেন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলা উপভোগ ও পুরস্কার বিতরণ করেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন। আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মাফফারা তাসনীনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম মোস্তাকিম। এছাড়া অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ইন্দ্রজিৎ সাহা, সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, সমাজ সেবা অফিসার ইমদাদুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল হক, উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারী স ম সেলিম রেজা সেলিম, শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল, দরগাহপুর ইউপি চেয়ারম্যান শেখ মিরাজ আলি, বুধহাটা ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ আবম মোছাদ্দেক ও ইউপি সদস্যবৃন্দ। ধারাভাষ্যে ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আঃ হান্নান, শাহ আলম বাচ্চু ও আশরাফ উদ্দিন। সবশেষে চ্যাম্পিয়ান দলের কর্মকর্তাদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও পরাজিত দলের কর্মকর্তাদের হাতে রানার আপ ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ। এছাড়া টুর্ণামেন্ট সেরা খেলোয়াড় দরগাহপুর দলের ফেরদাউস হোসেন, ম্যাচ সেরা একই দলের আফ্রিদি ও সর্বোচ্চ গোলদাতা বুধহাটা দলের আব্দুল্লাহকে পুরস্কৃত করা হয়।
পূর্ববর্তী পোস্ট