আশাশুনি ব্যুরো: আশাশুনি উপজেলার জামালনগরে গীর্জার মিশন মাষ্টারের দায়িত্ব’র বিরোধ নিয়ে গীর্জা বন্ধ করার ঘটনায় প্রতিপক্ষের হামলায় ১২ জন আহত হয়েছেন। এব্যাপারে থানায় লিখত অভিযোগ করা হয়েছে। লিখিত অভিযোগে প্রকাশ, জামালনগর গ্রামের বীরমুক্তিযোদ্ধা পৌল সরকারের পুত্র লালন সরকার জামালনগর গীর্জায় মিশন মাষ্টার হিসাবে দায়িত্ব পালন করেন। বিবাদীরা তাকে উক্ত পদ থেকে সরাতে ষড়যন্ত্র করে আসছিল। এরই ধারাবাহিকতায় প্রায় ৪ মাস যাবৎ তারা গীর্জা বন্ধ করে রেখেছেন। ফলে কেউ ধর্মকর্ম করতে পারছেনা। ১৯ সেপ্টেম্বর বিষয়টি মীমাংসার জন্য ঢাকা থেকে তার ভাইপো মাইকেল ও যাকোব সরকার বাড়িতে ফিরে রাস্তার উপর উভয় পক্ষকে নিয়ে কথাবার্তা বলছিলেন। এসময় প্রতিপক্ষ টমাস সরদার, অসীম সরকার, ডেভিট, সুফল, বিশ^জিৎ, রাফেল, সুশান্ত, মনোরঞ্জনসহ তাদের লোকজন বাঁশের লাঠি, রড, দা ইত্যাদি অস্ত্রশস্ত্র নিয়ে প্রতিপক্ষর উপর হামলা করলে ফিলিপ, জোসেফ, আশু, সুবীর, তৃুষ্ণা, অমলসহ ১২ জন আহত হয়। প্রথমোক্তদের আশাশুনি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আশাশুনিতে প্রতিপক্ষের হামলায় আহত ১২
পূর্ববর্তী পোস্ট