দেশের খবর: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানিয়েছেন। যুক্তফ্রন্ট ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার সমাবেশে যোগ দিয়ে এই আহবান জানান তিনি।
তার আহবানের ভিত্তিতেই দাবি আদায়ে পহেলা অক্টোবর থেকে সারাদেশে সভা সমাবেশ করার ঘোষণা দেয় জাতীয় ঐক্য কমিটি।
শনিবার (২২ সেপ্টেম্বর ২০১৮) বিকেলে রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে এ সমাবেশ হয়।
মির্জা ফখরুল জানান, কারাগারে কষ্ট সহ্য করে হলেও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন।
সমাবেশে জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহ্বায়ক ড. কামাল হোসেন ও যুক্তফ্রন্টের সভাপতি বদরুদ্দোজা চৌধুরী বক্তব্য রাখেন।
গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে জাতীয় ঐক্য প্রক্রিয়ার সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির বেশিরভাগ সদস্যসহ বিকেল চারটা নাগাদ যোগ দেন দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে যোগ দেন ২০ দলীয় জোটের শরীক দলের নেতারাও। সমাবেশে জাতীয় ঐক্যের বিষয়ে কারাবন্দী দলীয় প্রধানের বার্তা পৌঁছে দেন মির্জা ফখরুল।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আসুন নূন্যতম কর্মসূচির ভিত্তিতে নূন্যতম দাবি দাওয়া নিয়ে আমরা জনগণকে সঙ্গে নিয়ে এই দাবি আদায় করার জন্য আন্দোলন শুরু করি। এই আন্দোলনের মধ্য দিয়েই সরকারকে খালেদা জিয়া ও অন্যান্য নেতাদের ছাড়তে বাধ্য করবো।’
বিকল্পধারার প্রধান অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী দাবি আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।
অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী বলেন, ‘আজকে অধিকার আদায়ের সময়। এসময় ঐক্য আদায় করবেন না, কখন করবেন।’
সমাপনী বক্তব্যে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেন, দেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই।
আদায় না হলে সমাবেশে পহেলা অক্টোবর থেকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেয়া হয়।