নিজস্ব প্রতিবেদক ॥ নবারুন উচ্চ বালিকা বিদ্যালয়ে মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। গতকাল সকাল ৯টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মালেক গাজী এ প্রশিক্ষণের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, যুব রেডক্রিসেন্ট টিচার্স ইনচার্জ মোঃ আক্তারুজ্জামান। প্রশিক্ষণে ৫৩জন ছাত্রী স্বর্ত:স্ফুতভাবে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণটি ৩০ আগস্ট থেকে শুরু হয়ে ১সেপ্টেম্বর শেষ হবে। মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণে প্রশিক্ষক হিসাবে রয়েছেন সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের যুব সদস্য মোসলেমা আক্তার মুন্নি, মোঃ মাসুদুর রহমান, সোনালী ঘোষ প্রমুখ। মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণের কোর্স কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্বে রয়েছেন ইউনিট যুব প্রধান এস এম আরিফুর রহমান।
পূর্ববর্তী পোস্ট