নিজস্ব প্রতিবেদক : কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসাবে নৌকার পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে সরকারের উন্নয়ন ও সফালতা প্রচারের নিমিত্তে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে অব্যহত রাখতে ও আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নজরুল ইসলামের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে সদর উপজেলার লাবসার মথুরাপুর এলাকায় বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের আয়োজনে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আওয়ামী মটর চালক লীগের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মোঃ নজরুল ইসলাম। প্রধানবক্তা ছিলেন জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম শওকত হোসেন, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহাজাহান আলী, সাংগঠনিক সম্পাদক গণেষ মন্ডল, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, জেলা পরিষদ সদস্য মনিরুল ইসলাম, জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক লায়লা পারভীন সেজুতি। সদর উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আসাদুজ্জামানের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সদস্য সিদ্দিকুর রহমান, কুখরালী আমতলা আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক নূর মনোয়ার, শুকুর মাহমুদ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
নির্বাচনী জন সভায় প্রধান অতিথি নজরুল ইসলাম বলেন, শেখ হাসিনা সরকার উন্নয়নের সরকার। শেখ হাসিনার জন্যই বাংলাদেশ বর্তমানে বিশে^র রোল মডেল হিসাবে পরিচিতি লাভ করেছে। চিকিৎসা, শিক্ষা, বিদ্যুৎ, রাস্তাঘাট সহ এমন কোনো সেক্টর নেই যেখানে বর্তমান সরকারের উন্নয়নের ছোয়া লাগেনি। পদ্মা সেতু বাংলাদেশের মানুষের কাছে একসময় স্বপ্নের মতো মনে হতো। শেখ হাসিনা সরকারের জন্য পদ্মা সেতু আজ দৃশ্যমান। পদ্মা সেতা সম্পুর্নরুপে চালু হওয়ার ফলে সবচেয়ে বেশি উপকৃত হবে দক্ষিণবঙ্গের মতো মানুষ। তিনি আরো বলেন, শেখ হাসিনা সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী জনগনের জন্য ১০ টাকা কেজি দরে চাউল দিচ্ছেন। ন্যাশনাল সার্ভিস কর্মসূচি চালু করার মাধ্যমে বেকার যুবক যুবতীদের কর্মস্থানের ব্যবস্থা করেছেন। কৃষকের দোর গড়ায় সার পৌছায়ে দেওয়ার মাধ্যমে কৃষি ক্ষেত্রে অর্জিত হয়েছে অভাবনীয় সাফল্য। তিনি আরো বলেন, শেখ হাসিনা সরকার সাতক্ষীরা বাসির জন্য দিয়েছেন মেডিকেল কলেজ, বাইপাস সড়ক করে দিয়েছেন। যে আমরা সাতক্ষীরা বাসী কখনও কল্পনাও করতে পারিনে। বাংলার মানুষ আর ২০১৩ সালের মত ন্যাক্কার জনক ঘটনা দেখতে চায় না। ধর্মের নামে মানুষ হত্যা কোনো ধর্মই সমর্থন করেনা। বাংলার মানুষ তাদের আর ক্ষমতায় দেখতে চায় না। শিক্ষা ক্ষেত্রে প্রসারের জন্য বছরের প্রথমে শিক্ষার্থীদের হাতে তুলে দিচ্ছেন নতুন বই। শিক্ষার্থীদের জন্য চালু করে দিয়েছেন উপবৃত্তি। বয়স্ক, বিধবা দের দিচ্ছেন ভাতা। দেশে চলছে অভুতপূর্ব উন্নয়নের ধারা। উন্নয়নের এ ধারাকে অব্যহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দেওয়ার আহবান জানান নজরুল ইসলাম।
পূর্ববর্তী পোস্ট