বিদেশের খবর: ভারতের বিরোধী রাজনৈতিক দল কংগ্রেসের নেতা এবং সাবেক অর্থমন্ত্রী পি চিদম্বরম জানিয়েছেন, প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে রাহুল গান্ধীর নাম ঘোষণা করেনি দল। শুধু দলের দু’একজন নেতা এ নিয়ে কথা বলেছেন। এ নিয়ে আলোচনা না করতে সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।
গত মে মাসে রাহুল গান্ধী বলেছিলেন, জোট নির্বাচনে জিতলে তিনি প্রধানমন্ত্রী হতেও পারেন। তবে তার এমন বক্তব্য দেয়ার বিষয়টি অস্বীকার করেছেন পি চিদম্বরম। নিউজ এইটিন তামিল সংস্করণকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, রাহুল গান্ধী এ বিষয়ে কোনো কথা বলেনি। কংগ্রেসও বলেনি তারা প্রধানমন্ত্রী পদে প্রার্থী দিতে চায়। নির্বাচনে জিতলে আমরা জোটের সহযোগীদের সঙ্গে বসবো এবং এ নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করবো।
২০১৯ সালে ভারতে লোকসভা নির্বাচন। পি চিদম্বরম আরও বলেন, ‘নরেন্দ্র মোদি আর প্রধানমন্ত্রী হচ্ছেন না। আমি এটা তার চেহারাতেও এটা দেখেছি। তিনিও সেটা জানেন।’ সূত্র: এনডিটিভি