নিজস্ব প্রতিনিধি: শহরের বিভিন্ন মোড়ে ও সড়ক দখল করে ইট বালু রেখে যাতায়াতে বাঁধা সৃষ্টি করার বিরুদ্ধে অভিযানে নেমেছে প্রশাসন। নিরাপদ সড়ক নিশ্চিত করতে এবং সরকারি জায়গা দখলমুক্ত করার এ অভিযানকে স্বাগত জানিয়ে অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। একইসাথে যত্রতত্র গাড়ি পার্কিং ও সড়কের উপর বাস-ট্রাক রেখে সড়ক বন্ধ করার বিরুদ্ধেও অভিযান পরিচালনার দাবি জানান তারা। রবিবার শহরের বেশ কয়েকটি স্থানে জেলা প্রশাসকের নির্দেশে সরকারি জায়গা দখলের বিরুদ্ধে অভিযানে নামে প্রশাসন। বেশ কয়েকটি স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করায় সাধারণ মানুষের মধ্যে আশার সঞ্চার হয়েছে।
জানাগেছে, হাটের মোড়, মুন্সিপাড়া, সুলতানপুর, আমতলা রোড, পোস্ট অফিস মোড়ে রাস্তার উপরে বালি, ইট রেখে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ১০৮ ধারা লংঘন করার জন্য মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় আইন অমান্যকারীদের সতর্ক করা হয় ও অর্থদ- করা হয়।