রাজনীতির খবর: আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সঙ্গে দলের মনোনয়নপ্রত্যাশী প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে আগামী ১৪ নভেম্বর (বুধবার)। এর আগে সোমবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত মনোনয়নপ্রত্যাশীরা মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন।
রবিবার (১১ নভেম্বর) বিকালে রাজধানীর গুলিস্তানের বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগ কার্যালয়ে দলের সংসদীয় বোর্ডের এক সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ।
তিনি বলেন, ‘রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আগামী ১৪ নভেম্বর সকাল ১১টায় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সঙ্গে প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।’
জোটের আসন ভাগাভাগির বিষয়ে কাদের বলেন, ‘নৌকা প্রতীকে ১৪ দল এবং লাঙ্গল প্রতীকে জাপা নির্বাচন করবে। নৌকা প্রতীক ১৪ দলের মধ্যে সীমিত থাকবে।’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘জাতীয় পার্টির সঙ্গে আসন ভাগাভাগি হতে পারে। আমরা বসে নেই। ভেতরে ভেতরে বৈঠক হচ্ছে।’
নির্বাচনে সময় বাড়ানোর কোনও দাবি আওয়ামী লীগ করেনি উল্লেখ করে তিনি বলেন, ‘মনোনয়ন নিয়ে কিছু কথা হয়েছে। জোট ও শরিকদেরও বলে দেওয়া হয়েছে।’
সেতুমন্ত্রী বলেন, ‘নির্বাচনে জিততে পারে এমন গ্রহণযোগ্যদের মনোনয়ন দেওয়া হবে। নিজেদের অগ্রহণযোগ্য প্রার্থীদেরও মনোনয়ন দেওয়া হবে না।’
তিনি বলেন, ‘নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপি’র প্রার্থীদের বিরুদ্ধে আমাদের লড়তে হবে। তাদের দুর্বল মনে করলে চলবে না। জিততে পারেন ও গ্রহণযোগ্য প্রার্থীদের বিষয়ে অনেকগুলো সার্ভে করা হয়েছে।’
সূত্র: বাসস