নিজস্ব প্রতিবেদক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্ধৃতি দিয়ে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার বলেছেন, সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ প্রয়োজন হয়। সাতক্ষীরা জেলার ২২লক্ষ মানুষ পেয়েছেন নজরুল ইসলামের মত একজন সোনার মানুষ পেয়েছে। গত ২৮ডিসেম্বর ভোট বিপ্লবের মাধ্যমে সাতক্ষীরা জেলা পরিষদে একজন সৎযোগ্য ও বিনয়ী মানুষকে বেছে নিয়েছে জেলাবাসি। এস এম জগলুল হায়দার আরো বলেন, এই সুন্দর মানুষ নজরুল ইসলামের শৈশবের স্মৃতি বিজড়িত ফিংড়ির শিমুলবাড়িয়া গ্রাম। ছায়া ঢাকা পাখি ডাকা শান্ত সুনিবিড় সেই মা-মাটি আমার খুব দেখার ইচ্ছে হয়েছিল বলে আজ আমি এই ফিংড়ির শিমুল বাড়িয়া আসতে পেরেছি। এজন্য আমি ধন্য। আমার দৃঢ় বিশ্বাস জেলাপরিষদকে দুর্নীতিমুক্ত করতে পারবেন এই নবনির্বাচিত চেয়ারম্যান নজরুল ইসলাম। শুক্রবার সন্ধ্যায় শিমুলবাড়িয়া স্কুলমাঠে এন আই যুব ফাউন্ডেশন আয়োজিত নবনির্বাচিত জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলামের গণ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা-৪ আসনের এমপি এস.এম জগলুল হায়দার এসব কথা বলেন। সংবর্ধনা অনুষ্ঠানে এন আই যুব ফাউন্ডেশনের সভাপতি শেখ মনিরুল হোসেন মাসুমের সভাপতিত্বে এবং সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আফজাল হোসেন মারুফের সঞ্চালনায় অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা আবুল খায়ের সরদার, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম শওকত হোসেন, সাধারণ সম্পাদক শাহাজান আলী, পৌর আওয়ামীলীগের সভাপতি আবু সায়ীদ, সদর উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক শেখ আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক গনেশ চন্দ্র মন্ডল, স্যামুয়েল ফেরদৌস পলাশ, জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নান, সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিজান, পৌর যুবলীগের আহবায়ক মনোয়ার হোসেন অনু, ফিংড়ি ইউনিয়ন আ’লীগের সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সামছুর রহমান প্রমূখ।
পূর্ববর্তী পোস্ট