নিজস্ব প্রতিবেদক ॥ “বঙ্গবন্ধুর হত্যাকারীদের ফিরিয়ে আনো, মৃত্যুদন্ড নিশ্চিত কর” শ্লোগান কে সামনে রেখে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সাতক্ষীরায় বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের সন্ত্রাস, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে শহরের নিউ মার্কেট চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলার সভাপতি বিশ্বজিত সাধু। সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল এর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য হেনরি সরদার, গোষ্ট বিহারী মন্ডল, মঙ্গল কুমার পাল, অসীম কুমার মৃধা,সুবোধ চক্রবর্ত্তী, কলারোয়া উপজেলার সভাপতি সিদ্ধেস্বর চক্রবর্ত্তী, সাতক্ষীরা সদর উপজেলা শাখার সম্পাদক নিত্যনন্দ আমীন, দেবহাটা উপজেলার সম্পাদক চন্দ্রকান্ত মল্লিক, শ্যামনগর উপজেলার সম্পাদক জয়দেব বিশ্বাস, জেলা কমিটির অন্যতম সদস্য সুধাংশু শেখর সরকার, প্রচার সম্পাদক বিকাশ দাশ, পূজা উদযাপন পরিষদের সদর উপজেলার সাধারণ সম্পাদক অধ্যক্ষ শিব পদ গাইন, ঐক্য পরিষদের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সুকেশ চক্রবর্তী, বাসুদেব সিংহসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এসময় বক্তারা বলেন, বাংলাদেশ সা¤প্রদায়িক সম্প্রীতির দেশ। সুদুর অতীতকাল হতে সকল ধর্মের মানুষ মিলেমিলে একসাথে এখানে বসবাস করছে। ৭১ এর পরাজিত ওই জামায়াত-শিবির চক্র এসকল সন্ত্রাস ও জঙ্গিতৎপরতার সাথে জড়িত। ওই জামায়াত-শিবির আবারো সারা দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদের মদদদাতা হিসাবে কাজ করছে। একাত্তরে জাতির জনক বঙ্গবন্ধু অসাম্প্রদায়িক চেতনায় উদীপ্ত হয়ে সকলকে ঐক্যবদ্ধ করে জঙ্গিবাদ প্রতিরোধ করেছিলেন। উপহার দিয়েছিলেন অসাম্প্রদায়িক স্বাধীন বাংলাদেশ। যে কারণে পরবর্তীতে তাকেসহ তার পরিবারের সকলকে নির্মমভাবে হত্যার শিকার হতে হয়। অবিলম্বে জাতির জনকের হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে মৃত্যুদন্ড নিশ্চিত করার আহ্বান জানানো হয়। এছাড়া আগামী পবিত্র ঈদ-উল আযহা ও শারদীয়া দুর্গা পূজা উৎসবে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সে দিকে সুদৃষ্টি রাখার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়।
পূর্ববর্তী পোস্ট