নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রদত্ত শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে অসহায় শীতার্ত মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করেন সাতক্ষীরা সদর-০২ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সৈয়দ হায়দার আলী তোতা, সদর উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হাসান হাদী, পৌরসভার ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ মুসফিকুর রহমান মিল্টন, ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লিটন মির্জা, ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা নারান চন্দ্রসহ দলীয় নেতা কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। অপর দিকে সদরের আগরদাঁড়ী ইউনিয়নের নারানজোল এলাকায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রদত্ত শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।