খেলার খবর: এক টেস্ট আগেও র্যাঙ্কিংয়ে ছিলেন ত্রিশতম স্থানে। মিরপুর টেস্টের পর এক লাফে ১৪ ধাপ এগিয়ে বোলিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে এসেছেন বাংলাদেশ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। একইভাবে প্রথমবারের মতো টেস্ট ব্যাটসম্যানদের পঞ্চাশে ঢুকে নিজের সেরা অবস্থানে এসেছেন মাহমুদউল্লাহ রিয়াদ।
মিরপুর টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ইনিংস মিলিয়ে ১১২ রানে ১২ উইকেট নিয়েছেন মেহেদী। প্রথম ইনিংসে ৭ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়েছেন টাইগার অফস্পিনার। ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো নিয়েছেন ম্যাচে ১০ উইকেট।
এই ১২ উইকেটই মেহেদীকে উঠিয়ে এনেছে টেস্ট বোলারদের সেরা বিশে। সাদা পোশাকের বোলারদের র্যাঙ্কিংয়ের ১৬ নম্বরে অবস্থান তার।
একই টেস্টে দারুণ বোলিং করেও একধাপ করে পিছিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান ও তাইজুল ইসলাম। সাকিব আছেন ২১ নম্বরে ও তাইজুলের অবস্থান তার ঠিক পরেই, ২২ নম্বরে।
পঞ্চাশে প্রথমবার ঢুকে মাহমুদউল্লাহ রিয়াদ আছেন ৪৮ নম্বরে। বাংলাদেশের মধ্যে সেরা অবস্থানে আছেন সাকিব আল হাসান। ব্যাটিংয়ে সাত ধাপ এগিয়ে টাইগার অধিনায়কের অবস্থান বোলিংয়ের মতই, ঠিক ২১ নম্বরে।
দুই ধাপ পিছিয়ে আরেক ব্যাটসম্যান মুমিনুল হক আছেন ২৬ নম্বরে। আগের টেস্টে র্যাঙ্কিংয়ের ২২-এ থাকা উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিমের অবস্থান ছয় ধাপ পিছিয়ে ২৮ নম্বরে।
শীর্ষেই ছিলেন। এবার টেস্ট অলরাউন্ডারদের সেরা অবস্থানকে আরও পোক্ত করেছেন সাকিব। ৪১৫ রেটিং তার। ১৫ পয়েন্টে পিছিয়ে দ্বিতীয় অবস্থানে ভারতের রবীন্দ্র জাদেজা।
টেস্ট র্যাঙ্কিংয়ে উন্নতি না হলেও ৮-এ থাকা ওয়েস্ট ইন্ডিজকে রেটিং পয়েন্টে প্রায় ধরেই ফেলেছে বাংলাদেশ। ৯-এ থাকা টাইগারদের বর্তমান পয়েন্ট ৬৯। আর চট্টগ্রাম ও মিরপুর টেস্টে হোয়াইটওয়াশ হওয়া ক্যারিবীয়দের রেটিং ৭০। দুই দলের মাঝে পয়েন্টের ব্যবধান মাত্র ১!