নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল হাসান ইমনকে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। নিহতের চাচা সাতক্ষীরা শহরের সুলতানপুরের আলমগীর আলম বাদি হয়ে কারো নাম উল্লেখ না করে মঙ্গলবার রাতে থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো, সাতক্ষীরা শহরের সুলতানপুরের শাহ আলমের ছেলে মুরাদ, আব্দুস সেলিমের ছেলে বিপ্ল¬ব হোসেন ও রাজা মোল্লার ছেলে রনি মোল্লা। এামলার তদন্তকারি কর্মকর্তা সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আলমগীর কবীর জানান, ইমন হত্যা মামলায় গ্রেফতারকৃত তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমাণ্ড আবেদন জানিয়ে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। টাকা পয়সা লেন দেন নিয়ে এ ধরণের হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। প্রসঙ্গত, মঙ্গলবার সকাল ১১ টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের আমতলা গ্রামের ইকবাল বিশ্বাসের ঘের থেকে পুলিশ সাতক্ষীরা জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল হাসান ইমনের লাশ উদ্ধার করে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়। ইমন খুলনা আজম খাঁন কমার্স কলেজের সম্মান শেষ বর্ষের ছাত্র ও সাতক্ষীরা শহরের সুলতানপুর গ্রামের শেখ ইকবাল হাসান লিটনের ছেলে।
পূর্ববর্তী পোস্ট