নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় নানা আয়োজনে দর্শকপ্রিয় স্যাটালাইট চ্যানেল এসএ টিভি’র চতুর্থ প্রতিষ্টা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাব চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রেসক্লাব মিলনায়তনে চতুর্থ প্রতিষ্টা বার্ষিকীর কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোস্তফা লুৎফুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ্য লিয়াকত পারভেজ,বিশিষ্ট সমাজ সেবক আলহাজ ডা.আবুল কালাম বাবলা,জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজাহার হোসেন, সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা,সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার মো.জাহিদুর রহমান,এনটিভি’র সাতক্ষীরা প্রতিনিধি সুভাষ চৌধুরী,সময় টিভি’র সাতক্ষীরা প্রতিনিধি মমতাজ আহমে¥দ বাপী, এসএ পরিবহনের সাতক্ষীরা শাখার ম্যানেজার মো.আয়ুব আলী, ওয়ালটন সাতক্ষীরার প্রথম শাখার ম্যানেজার মো.সুমন মিয়া প্রমূখ। অনুষ্ঠান টি পরিচালনা করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম.কামরুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন এসএ টিভির সাতক্ষীরা প্রতিনিধি এম.শাহীন গোলদার। বক্তারা মুক্তিযুদ্ধের চেতনা ও বাঙালি সংস্কৃতি বিকাশে এসএ টিভির ভূয়সী প্রসংসা করেন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরার প্রবীণ সাংবাদিক সুভাষ চৌধুরী, প্রেসকাবের সাবেক সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপ্পি, সাংবাদিক সেলিম রেজা মুকুল, কাজী শওকত হোসেন ময়না, শেখ ফরিদ আহমেদ ময়না প্রমুখ।
পূর্ববর্তী পোস্ট