বিনোদন সংবাদ: গুরুতর অসুস্থ প্রখ্যাত ফোক সঙ্গীতশিল্পী কাঙ্গালিনী সুফিয়া। গেল সপ্তাহে অসুস্থাবস্থায় সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। সেখানে ডা. রিয়াজ উদ্দিনের অধীনে চিকিৎসা চলছে বলে জানিয়েছেন কাঙ্গালিনী সুফিয়ার মেয়ে পুষ্প।
রোববার কাঙ্গালিনী সুফিয়ার মেয়ে পুষ্পর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়েছে কাঙ্গালিনী সুফিয়াকে। তার শারীরিক অবস্থা খুব একটা ভালো নয়। ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণের মধ্যে রেখেছেন তাকে।
পুষ্প বলেন, ‘ আমার মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি। কারণ ডাক্তাররা তার অবস্থা ভালো নয় বলে জানিয়েছেন। এদিকে আমাদের আর্থিক অবস্থাও খুব একটা ভালো নয়। আমার নিজের টাকা দিয়েই মাকে চিকিৎসা করাচ্ছি। জানিনা কতদিন করাতে পারবো।’
এদিকে কাঙ্গালিনী সুফিয়ার পাশে আর্থিকভাবে সহযোগিতার মানসিকতা নিয়ে দাঁড়ানোর কেউ নেই বলেও জানিয়েছেন তার মেয়ে। হৃদরোগ ও কিডনীজনিত নানা জটিলতা এবং মূত্রনালিতে নানা সমস্যা রয়েছে ৭০ বছর বয়স্ক এ শিল্পীর।
অুসুস্থ শরীর নিয়েই কিছুদিন আগে কুষ্টিয়ায় শো করতে গিয়েছিলেন সুফিয়া। সেখান থেকে আসার পরই তার শরীর খারাপ হয় তার।