যুক্তরাষ্ট্রের জর্জিয়া ও মিসিসিপি অঙ্গরাজ্যে ঘূর্ণিঝড়ের আঘাতে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫০ জনের বেশি। বিধ্বস্ত হয়েছে ৪৮০টির বেশি ঘরবাড়ি।
ঘূর্ণিঝড়ের প্রভাবে জর্জিয়ায় নিহত হয়েছেন ১৪ জন। অঙ্গরাজ্যের গভর্নর নাথান ডিল সাতটি কাউন্টিতে জরুরি অবস্থা জারি করেছেন।
জর্জিয়ার জরুরি অবস্থা ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, অঙ্গরাজ্যের কুক, ব্রুকস, ডোহার্টি ব্যারিয়েন অঞ্চলে ঝড়ে ১৪ জন নিহত হন।
এদিকে, স্থানীয় সময় শনিবার মিসিসিপি অঙ্গরাজ্যে একটি টর্নেডো আঘাত হানে। এতে নিহত হন চারজন। সেখানে ঝড়ের গতি ছিল ঘণ্টায় ২১৮ কিলোমিটার।
যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থা জানিয়েছে, ফ্লোরিডা উত্তর ও জর্জিয়ার দক্ষিণাঞ্চলে আরো ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হতাহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন।