সেলিম হোসেন: সারা দেশের ন্যায় সাতক্ষীরা জেলায়ও প্রাথমিক শিক্ষা ও ইবতেদায়ী শিক্ষা সমাপনীর ফলাফল প্রকাশিত হয়েছে। এবছর পিএসসি পরীক্ষায় জেলায় মোট পাশের সংখ্যা ৩০ হাজার ৩২০ জন, অকৃতকার্যের সংখ্যা ৫৫০জন, পাশের হার ৯৮.৫০%। ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় জেলায় মোট পাশের সংখ্যা ৪ হাজার ১৪৪ জন, অকৃতকার্যের সংখ্যা ২০ জন, পাশের হার ৯৯.৪৩%।
জেলা প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় মোট এ প্লাস ৩৭২৫, এ গ্রেড ৯২২২, এ মাইনাস ৫৪৩৬, বি গ্রেড ৪৯৩৪, সি গ্রেড ৫৪৭৪, ডি গ্রেড ১৫২৯ জন। অনুপস্থিত ৮৫৩ জন।
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় আশাশুনি উপজেলায় ডিআরভূক্ত শিক্ষার্থীর সংখ্যা ৪২৮৫ জন পরীক্ষায় অংশ গ্রহনকারী শিক্ষার্থীর সংখ্যা ৪১৮০ জন। এর মধ্যে এ প্লাস বালক ২১৯ জন, বালিকা ২০০ জন। এ গ্রেড বালক ৫৭৯ জন, বালিকা ৭২৩জন। এ মাইনাস বালক ৩৯৬ জন, বালিকা ৪৫০জন। বি গ্রেড বালক ২৮৯ জন, বালিকা ৩৮৬ জন। সি গ্রেড বালক ৩৩৬, বালিকা ৩৯৫ জন। ডি গ্রেড বালক ৯৬ জন, বালিকা ৮৪ জন। অকৃতকার্য ২৭ এবং অনুপস্থিত ১০৫ জন।
কলারোয়া উপজেলায় ডিআরভূক্ত শিক্ষার্থীর সংখ্যা ৩৭১৮ জন পরীক্ষায় অংশ গ্রহনকারী শিক্ষার্থীর সংখ্যা ৩৬৬৭ জন। এর মধ্যে এ প্লাস বালক ১২০ জন, বালিকা ১৮২ জন। এ গ্রেড বালক ৪৩৩ জন, বালিকা ৫১৫ জন। এ মাইনাস বালক ২৬৬ জন, বালিকা ২৮৯ জন। বি গ্রেড বালক ২৫৯ জন, বালিকা ৩৩৪ জন। সি গ্রেড বালক ৪৩৪, বালিকা ৪৬৬ জন। ডি গ্রেড বালক ১৬০ জন, বালিকা ১৪০ জন। অকৃতকার্য ৬৬ এবং অনুপস্থিত ৫১ জন।
কালিগঞ্জ উপজেলায় ডিআরভূক্ত শিক্ষার্থীর সংখ্যা ৪২৭১ জন পরীক্ষায় অংশ গ্রহনকারী শিক্ষার্থীর সংখ্যা ৪১৯৬ জন। এর মধ্যে এ প্লাস বালক ৩০৭ জন, বালিকা ৩৩৪ জন। এ গ্রেড বালক ৫৮৭ জন, বালিকা ৬৮৯ জন। এ মাইনাস বালক ৩৪৯ জন, বালিকা ৩৭১ জন। বি গ্রেড বালক ৩৩৩ জন, বালিকা ৩৫৫ জন। সি গ্রেড বালক ৩২৪, বালিকা ৩৫৯ জন। ডি গ্রেড বালক ৯৩ জন, বালিকা ৮১ জন। অকৃতকার্য ৫৬ এবং অনুপস্থিত ৭৫ জন।
তালা উপজেলায় ডিআরভূক্ত শিক্ষার্থীর সংখ্যা ৪৬৩৩ জন পরীক্ষায় অংশ গ্রহনকারী শিক্ষার্থীর সংখ্যা ৪৫৪৫ জন। এর মধ্যে এ প্লাস বালক১৬৯ জন, বালিকা ২০৪ জন। এ গ্রেড বালক ৫৮১ জন, বালিকা ৬৫০ জন। এ মাইনাস বালক ৪০৪ জন, বালিকা ৪৩০জন। বি গ্রেড বালক ৩৬৯ জন, বালিকা ৪২৫ জন। সি গ্রেড বালক ৪৭৫, বালিকা ৪৭৫ জন। ডি গ্রেড বালক ১৭৬ জন, বালিকা ১৩১ জন। অকৃতকার্য ৫৬ এবং অনুপস্থিত ৮৮ জন।
দেবহাটা উপজেলায় ডিআরভূক্ত শিক্ষার্থীর সংখ্যা ১৮০৬ জন পরীক্ষায় অংশ গ্রহনকারী শিক্ষার্থীর সংখ্যা ১৭৬৮ জন। এর মধ্যে এ প্লাস বালক ১৩২ জন, বালিকা ১৮১ জন। এ গ্রেড বালক ৩০০ জন, বালিকা ৩৫১ জন। এ মাইনাস বালক ১৬০ জন, বালিকা ১৯৫ জন। বি গ্রেড বালক ১১৯ জন, বালিকা ১৩৩ জন। সি গ্রেড বালক ৭৯, বালিকা ৮০ জন। ডি গ্রেড বালক ২৩জন, বালিকা ১৪ জন। অকৃতকার্য ১ এবং অনুপস্থিত ৩৮ জন।
শ্যামনগর উপজেলায় ডিআরভূক্ত শিক্ষার্থীর সংখ্যা ৬১৮৫ জন পরীক্ষায় অংশ গ্রহনকারী শিক্ষার্থীর সংখ্যা ৫৮০৩ জন। এর মধ্যে এ প্লাস বালক ২৬২ জন, বালিকা ৩৬১ জন। এ গ্রেড বালক ৭৯১ জন, বালিকা ৯১০ জন। এ মাইনাস বালক ৪২৪ জন, বালিকা ৫২৯ জন। বি গ্রেড বালক ৩৮৭ জন, বালিকা ৫০৮ জন। সি গ্রেড বালক ৪৮৮, বালিকা ৫৪৫ জন। ডি গ্রেড বালক ১৬৩ জন, বালিকা ১৫০ জন। অকৃতকার্য ২৮৫ এবং অনুপস্থিত ৩৮২ জন।
সাতক্ষীরা সদর উপজেলায় ডিআরভূক্ত শিক্ষার্থীর সংখ্যা ৬৮২৫ জন পরীক্ষায় অংশ গ্রহনকারী শিক্ষার্থীর সংখ্যা ৬৭১১ জন। এর মধ্যে এ প্লাস বালক ৪৯৪ জন, বালিকা ৫৬০জন। এ গ্রেড বালক ৯৮৮ জন, বালিকা ১১২৫জন। এ মাইনাস বালক ৫২৫ জন, বালিকা ৬৪৮জন। বি গ্রেড বালক ৪৫১ জন, বালিকা ৫৮৬ জন। সি গ্রেড বালক ৩০১, বালিকা ৫১৭ জন। ডি গ্রেড বালক ১১৮ জন, বালিকা ৯৭ জন। অকৃতকার্য ১০১ এবং অনুপস্থিত ১১৪ জন।
ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় আশাশুনি উপজেলায় ডিআরভূক্ত শিক্ষার্থীর সংখ্যা ১০০৫ জন পরীক্ষায় অংশ গ্রহনকারী শিক্ষার্থীর সংখ্যা ৭৭২ জন। এর মধ্যে এ প্লাস বালক ৮ জন, বালিকা ১২ জন। এ গ্রেড বালক ১৩৯ জন, বালিকা ১৮২ জন। এ মাইনাস বালক ৮৮ জন, বালিকা ৫৬জন। বি গ্রেড বালক ৮৪ জন, বালিকা ৩৫ জন। সি গ্রেড বালক ৯৩, বালিকা ৫০ জন। ডি গ্রেড বালক ১৬ জন, বালিকা৯ জন। অনুপস্থিত ৩৩ জন।
কলারোয়া উপজেলায় ডিআরভূক্ত শিক্ষার্থীর সংখ্যা ৫১০ জন পরীক্ষায় অংশ গ্রহনকারী শিক্ষার্থীর সংখ্যা ৪১৯ জন। এর মধ্যে এ প্লাস বালক ৩ জন, বালিকা ২ জন। এ গ্রেড বালক ৩১ জন, বালিকা ২৮জন। এ মাইনাস বালক ৩০ জন, বালিকা ৩৪জন। বি গ্রেড বালক ৪১ জন, বালিকা ৩৩ জন। সি গ্রেড বালক ৬৯, বালিকা ৪৮ জন। ডি গ্রেড বালক ৫৯ জন, বালিকা ২৯ জন। অকৃতকার্য ১২এবং অনুপস্থিত ৯১ জন।
কালিগঞ্জ উপজেলায় ডিআরভূক্ত শিক্ষার্থীর সংখ্যা ৬৩৭ জন পরীক্ষায় অংশ গ্রহনকারী শিক্ষার্থীর সংখ্যা ৫৩৭ জন। এর মধ্যে এ প্লাস বালক ১০ জন, বালিকা ০৯ জন। এ গ্রেড বালক ৫৬ জন, বালিকা ৫৫জন। এ মাইনাস বালক ৩৪ জন, বালিকা ৪৯জন। বি গ্রেড বালক ৫৯ জন, বালিকা ৫১ জন। সি গ্রেড বালক ৮০, বালিকা ৬৯ জন। ডি গ্রেড বালক ৩০ জন, বালিকা ৩২ জন। অকৃতকার্য ০৩এবং অনুপস্থিত ১০০ জন।
তালা উপজেলায় ডিআরভূক্ত শিক্ষার্থীর সংখ্যা ৫৩৬ জন পরীক্ষায় অংশ গ্রহনকারী শিক্ষার্থীর সংখ্যা ৪২৫ জন। এর মধ্যে এ প্লাস বালক ১ জন, বালিকা ২ জন। এ গ্রেড বালক ২৬ জন, বালিকা ৫৭জন। এ মাইনাস বালক ৪১ জন, বালিকা ৪৮জন। বি গ্রেড বালক ৪৯ জন, বালিকা ৫৩ জন। সি গ্রেড বালক ৭৩, বালিকা ৪৭ জন। ডি গ্রেড বালক ১৮জন, বালিকা ০৯ জন। অকৃতকার্য ০১এবং অনুপস্থিত ১১১ জন।
দেবহাটা উপজেলায় ডিআরভূক্ত শিক্ষার্থীর সংখ্যা ২৬৭ জন পরীক্ষায় অংশ গ্রহনকারী শিক্ষার্থীর সংখ্যা ২৪৩ জন। এর মধ্যে এ প্লাস বালক ৩ জন, বালিকা ৫ জন। এ গ্রেড বালক ২৮ জন, বালিকা ৩৩জন। এ মাইনাস বালক ৩৬ জন, বালিকা ৩২জন। বি গ্রেড বালক ২৪ জন, বালিকা ২১ জন। সি গ্রেড বালক ৩৩, বালিকা ২৫ জন। ডি গ্রেড বালক ০২ জন, বালিকা ০১ জন। অনুপস্থিত ২৪ জন।
শ্যামনগর উপজেলায় ডিআরভূক্ত শিক্ষার্থীর সংখ্যা ৭৮১ জন পরীক্ষায় অংশ গ্রহনকারী শিক্ষার্থীর সংখ্যা ৬৪০ জন। এর মধ্যে এ প্লাস বালক ৪ জন, বালিকা ৫ জন। এ গ্রেড বালক ৫৮ জন, বালিকা ৯৪জন। এ মাইনাস বালক ৬৭ জন, বালিকা ৩৪জন। বি গ্রেড বালক ৮২জন, বালিকা ৬৪ জন। সি গ্রেড বালক ৬৮, বালিকা ৮০ জন। ডি গ্রেড বালক২৫ জন, বালিকা ১৮ জন। অকৃতকার্য ০১এবং অনুপস্থিত ১৪১ জন।
সাতক্ষীরা সদর উপজেলায় ডিআরভূক্ত শিক্ষার্থীর সংখ্যা ১৩৪৬ জন পরীক্ষায় অংশ গ্রহনকারী শিক্ষার্থীর সংখ্যা ১১২৮ জন। এর মধ্যে এ প্লাস বালক ১ জন, বালিকা ৩ জন। এ গ্রেড বালক ৬৬ জন, বালিকা ৭১জন। এ মাইনাস বালক ৭৯ জন, বালিকা ৯০জন। বি গ্রেড বালক ১১৭ জন, বালিকা ১২০ জন। সি গ্রেড বালক ২১৪, বালিকা ২১১ জন। ডি গ্রেড বালক ৯১ জন, বালিকা ৬২ জন। অকৃতকার্য ০৩এবং অনুপস্থিত ২১৮ জন।