বিদেশের খবর: মার্কিন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বাড়ি বাড়ি গিয়ে পিজা বিতরণ করতে দেখা গেছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘমেয়াদি অচলাবস্থার কারণে বেতন পাচ্ছেন না এসব কর্মী। খবর ওয়াশিংটন পোস্টের।
এ নিয়ে পরে ইন্সটাগ্রামে জর্জ বুশ বলেন, ‘আমি আমাদের সিক্রেট সার্ভিস ও ফেডারেল সরকারের অধীনে কর্মরতদের প্রতি কৃতজ্ঞ। তারা প্রায় একমাস ধরে দেশের জন্য কাজ করছেন বেতন ছাড়াই।’
দ্রুত অচলাবস্থা নিরসনের ও দাবি জানান বুশ। তিনি বলেন, ‘এখন রাজনীতিকে একপাশে ফেলে একসঙ্গে কাজ করা উচিত। যাতে অচলাবস্থা শেষ হয়।’
গত ২৪দিন ধরে যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের প্রায় ৮ লাখ কর্মীকে বাধ্যতামূলক ছুটি অথবা বেতন ছাড়া কাজ করতে হচ্ছে। এদের মধ্যে হোয়াইট হাউজের কর্মীরাও রয়েছেন।
ট্রাম্প মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের অর্থ ছাড়া ফেডারেল সরকারের বাজেটে সাক্ষর না করায় এ অচলাবস্থার সৃষ্টি হয়েছে। ডেমোক্রেট নিয়ন্ত্রিত সংসদ দেয়াল তৈরির অর্থ বরাদ্দ দিতে রাজি হয়নি।