দেশের খবর: সরকারি চাকরিসহ সব চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা।
শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এ সময় বক্তারা বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার সুপারিশ করেছিল। এটি এখনও বাস্তবায়িত হয়নি।
আগামী ৩০ জানুয়ারি একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে এ বিষয়ে আইন পাস করার দাবি জানান বক্তারা।
মানববন্ধনে কয়েকশ’ চাকরিপ্রার্থী ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।