বিদেশের খবর: ভারতে ভেজাল মদপানে অন্তত ৪৪ জনের প্রাণহানি ঘটেছে। দেশটির উত্তর প্রদেশে গত তিনদিনে এই মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ছাড়া বেশ কয়েকজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে চিকিৎসকদের আশঙ্কা।
জানা গেছে, উত্তর প্রদেশ রাজ্যের সাহারনপুরে ৩৬ জন এবং কুশিনগর জেলায় ৮ জন মারা গেছে।
পুলিশ বলছে, সাহারানপুরের যারা মারা গেছে তারা পার্শ্ববর্তী উত্তরাখন্ডে গিয়ে ভেজাল মদপান করেছে।
প্রসঙ্গত, উত্তর প্রদেশে ২০১১ সাল থেকে এ পর্যন্ত ভেজাল মদপানে ১৭৫ জনের বেশি লোকের মৃত্যু হয়েছে।
সূত্র : এনডিটিভি