আসাদুজ্জামান: মুসলিম উম্মাহর শান্তি কামনা করে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে তিনদিন ব্যাপী সাতক্ষীরার নলতা শরীফের ৫৫তম বার্ষিক ওরছ শরীফ। লাখ লাখ ধর্মপ্রান মানুষ এই ওরছ শরীফে যোগ দেন। গত ৮ ফেব্রুয়ারি সকাল থেকে শুরু হয় ওরস শরীফ। সুলতানুল আউলিয়া হজরত শাহ্ছুফি খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এর স্মৃতি বিজড়িত কালিগঞ্জ উপজেলার নলতা শরীফে নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের উদ্যোগে ৫৫ বছর যাবত এই ওরছ শরীফ অনুষ্ঠিত হয়ে আসছে। এই ওরসে আহছানিয়া তরিকার ধর্মীয় আচারের পাশাপাশি দেশ বিদেশের বিভিন্ন আলেম ওলামারা কোরআন হাদিসের আলোকে বক্তব্য দেন।
রোববার ফজরের নামাজ বাদ কোরআন খতম, মিলাদ, হাম্দ, নাতে রাসুল, মূর্শীদি পরিবেশন করেন নির্ধারিত শিল্পিগণ। পরে আলোচনা করেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আফম রুহুল হক, এনবিআরের সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ, বাংলা একাডেমীর সাবেক পরিচালক ড. গোলাম মঈনউদ্দীন, কেন্দ্রীয় আহছানিয়া মিশনের সভাপতি আলহাজ্ব সেলিম উল্লাহ প্রমূখ।
পূর্ববর্তী পোস্ট