দেশের খবর: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় একটি ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে ৬ বাসযাত্রী নিহত এবং অন্তত ৮ জন আহত হয়েছে।
রোববার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার জগন্নাথ দিঘি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে পাঁচজনের পরিচয় জানা গেছে। তারা হলেন– খুলনার খালিশপুরের কাশিপুর গ্রামের সাদের আলীর ছেলে চায়না হিজরা (৫০), আজগর আলীর স্ত্রী হাসি বেগম (৪০), দীঘুলিয়া থানার চন্দ্রিমহল গ্রামের রুস্তম মোল্লার ছেলে আসলাম মোল্লা (৫০), শেরহাটি গ্রামের মোজাফফর আলীর ছেলে সালাম মিয়া (৫২), বাসের যাত্রী আনোয়ার হোসেন (৪৫)।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মাহফুজ জানান, খুলনার খালিশপুর থেকে চট্টগ্রামের মাইজভান্ডারির দরবার শরিফে যাওয়ার পথে জগন্নাথ দিঘি এলাকায় বাসটি সামনে থাকা একটি ট্রাককে পেছন থেকে সজোরে ধাক্কা দিলে হতাহতের ঘটনা ঘটে।
তিনি জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই বাসের ৫ যাত্রী নিহত হয়। পরে আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর আরেকজনের মৃত্যু হয়।